বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের খুলনা - মোংলা মহাসড়কের মোটরসাইকেল প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে খুলনা - মোংলা মহাসড়কের উজলকুড় ইউনিয়নের রনসেন মৎস্য আড়ৎ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক জেলার ফকিরহাট উপজেলার সত্তারের ছেলে রাজ্জাক(৩৩) ও মোটরসাইকেল যাত্রী রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ হারুন-অর- রশীদ (২৭)।
রামপাল থানার ওসি এস. এম. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কার এর অজ্ঞাতনামা চালক খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলাগামী মহাসড়কের রামপাল থানার রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বর প্লেট বিহীন প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের চালক রাজ্জাক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলের যাত্রী মোঃ হারুন-অর- রশীদকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বল জানায় এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.