কুমিল্লা প্রতিনিধি
গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. ফয়েজ উল্লাহকে সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. মোজাম্মেল হোসেন পঞ্চায়েতকে।
৭২ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ১৫ জনকে, ১৩ জনকে যুগ্ন সাধারণ সম্পাদক, ৭জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী ১ বছর অনুমোদিত কমিটির মেয়াদ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.