স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের নাশকতামূলক কর্মকাণ্ডে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। রেললাইনের একটি অংশ পরিকল্পিতভাবে উপড়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে উপজেলার জন্মেজয় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তারাকান্দি থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। এ সময় দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন খুলে ফেললে ট্রেনটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি রেলপথ থেকে ছিটকে পড়ে।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তথ্যে জানা গেছে, রেললাইন সরিয়ে নেওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এটিকে নাশকতা হিসেবেই প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ময়মনসিংহ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। দুর্ঘটনাকবলিত স্থান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।
এই দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-ঢাকা রুটে রেল চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে, ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এর পর মনোনয়নবঞ্চিত কয়েকজন নেতাকর্মীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামেন। রেললাইনে নাশকতার ঘটনার সঙ্গে ওই অসন্তোষের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.