আবুতালেব মোতাহার, গলাচিপা
জ্ঞানদিয়ে বিজ্ঞানের করবো জয়, সেরা হবো বিশ্বময়' গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি
মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলার কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব্যাপী (১৪ ও ১৫ জানুয়ারি) এই বিজ্ঞান মেলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় ১২টি স্টলে বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল পরিবেশবান্ধব প্রযুক্তি, রোবোটিক্স, নবায়নযোগ্য শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উদ্ভাবন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের "বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের মেলা তাদের সৃজনশীলতাকে জাগ্রত করবে।"
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মেলার দ্বিতীয় দিনে কর্মশালা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.