আবু তালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
রবিবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মহিবুলের মাঝির নামক এক যুবকের বসত বাড়ির ঘর পুড়ে চোখের সামনে নিমিষেই ইছাই হয়ে যায়।স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।ঘরের আসবাবপত্র সহ আলমারিতে রাখা সত্তর হাজার (৭০ হাজার) টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে করে ঘরে থাকা জামাকাপড় সহ সবকিছু পড়ে যায়।ঘরটি ছিল কাঠের তৈরি যার কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে ছিটিয়ে যায় ঘরের আনাচে-কানাচে।মহিবুল ব্যাংক ঋণ ও ধার দেনা করে কয়েক বছর আগে ঘরটি নির্মাণ করে তার পরিবারের তিন সন্তান-স্ত্রীকে নিয় বসবাস করতে থাকে।কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে হেরে নিমিষেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এতে করে মহিবুলের তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে মাথা গোঁজার ঠাই টুকু হারিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য সহযোগিতা চাচ্ছে মহিবুল। এ ব্যাপারে মহিবুল বলেন আপনারা সহযোগিতা না করলে আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না আমি আপনাদের সকলের সহযোগিতা চাই আমার সর্বোচ্চ হারিয়ে আমি এখন নিঃস্ব।
এব্যাপারে স্থানীয়রা জানান আমরা সকলে মহিবুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে চেষ্টা করব কিছুটা হলেও সহযোগিতা করার। স্থানীয় জনপ্রতিনিধিরা যদি এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও মহিবুল ঘুরে দাঁড়াতে পারবে।নয়তো তিন সন্তান নিয়ে না খেয়ে দিন যাপন করতে হবে মহিবুলের পরিবারকে। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে থাকার জন্য।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.