আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়ার সুতাবাড়িয়া নদীর ক্রেকিং বোট হতে মোঃ মিরাজ (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীর মাথা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, মিরাজ সাগর থেকে মাছ ক্রয় করে বিভিন্ন ইউনিয়নের বাজারে সেই মাছ বিক্রয় করত। মঙ্গলবার দুপুরে মাছ বিক্রি শেষে উলানিয়ার সুতাবাড়িয়া নদীতে ক্রেকিং বোটের ইঞ্জিন চালু করার সময় মিরাজের গলায় থাকা মাফলার ইঞ্জিনের সাথে পেঁচিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে থাকা হাসান সিকদার (৩৪) জানান এ দূর্ঘটনা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। নিহত মিরাজ রতনদী তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের জাকির হোসেনের পুত্র।
এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানান, এটা একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা। তাই লাশ ময়না তদন্তের জন্য বুধবার সকালে পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.