আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখাালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী সানিয়াকে (১০) ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে একই বাড়ির হাসান বিশ্বাস (২২) এর উপর অভিযোগ তুলেছেন সানিয়ার মা সাহিদা ও তার পরিবার।
এ ঘটনায় মঙ্গলবার শেষ বেলায় হাসান বিশ্বাসকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনা ঘটিয়েছে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে সোমবার। এ ঘটনায় সোনিয়ার বাবা হাসান বিশ্বাসকে অভিযুক্ত করে গলাচিপা থানায় বুধবার একটি ৩০২/ ৩৪ ধারায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে মো: মফিজুল বিশ্বাস এর স্ত্রী সোমবার সকালে তার দুই কন্যা নিয়ে মরিচ তুলতে নিজ ক্ষেতে যান। সকালে বড় মেয়ে সাদিয়া (১৫) স্কুলে যায়। আর সানিয়া খাবারের উদ্দেশ্যে বাড়ী আসে। বাড়ীতে সানিয়াকে একা পেয়ে হাসান বিশ্বাস প্রথমে ধর্ষণ করে পরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে সানিয়াকে হত্যা করে। এক ঘন্টা পর সানিয়ার মা সাহিদা বেগম খেত থেকে বাড়ীতে এলে ঘরের আড়ার সাথে সানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় হাসান বাড়ীতে অবস্থান করছিল না। এ সময় হাসানের মা মাসুদা বেগম বার বার বলে সানিয়া মেয়ে মানুষ ময়না তদন্ত করা লাগবে না এতে আত্মায় শান্তি পাবে না। এতে হাসানের পরিবারের প্রতি সন্দেহ ঘনিভূত হলে বাদীর বড় ভাই জহিরুল ইসলাম গলাচিপা থানায় বিষয়টি অবহিত করেন। সোমবার লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। মঙ্গলবার হাসান বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরতে গেলে সানিয়ার চাচা জহিরুল ইসলাম ট্রলার যোগে হাসানকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে গলাচিপা থানার তদন্ত অফিসার এস আই আ: রহমান জানান, ময়না তদন্ত ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না তবে এ ঘটনায় অভিযুক্ত হাসানকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবার ১০দিনের রিমান্ড চাওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.