আবুতলেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় বুধবার ১১টায় তিনটি সংগঠনের নেতৃত্বে পৌর কেন্দ্রীয় কালি বাড়ীর সামনে আধা ঘন্টা ব্যাপী মানববন্ধন চলে। সংগঠনগুলো হলো হিন্দু বৌদ্ধ খ্রিষটান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও কেন্দ্রীয় কালিবাড়ী পরিচালনা পর্ষদ। এতে শত শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সরদার ও গলাচিপা বণিক সমিতি। ব্যানারে লেখা রয়েছে অনুপম ভুইয়া ও অন্তরা রানী শীলের বিবাহের পারিবারিক ও সামাজিক স্বীকৃতির দাবীতে এ মানব বন্ধন। এ মানববন্ধনের স্বারক লিপি জেলা প্রশাসকের নিকট দেয়া হবে এবং দুই একদিনের মধ্যে সমাধান না হলে রবিবার অনুপম ভূঁইয়ার বাড়িতে অবস্থান ধর্মঘটের হুঁশিয়ার দেন তারা। এ সময় বক্তব্য দেন কালীবাড়ী কমিটি সভাপতি দিলীপ বনিক, পৌরসভার বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমূখ।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অন্তরা রানী শীল (২২) অনশন করছেন অনুপম ভূইয়া (৩০) নামের এক যুবকের বাড়িতে। অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের এ্যাডভোকেট অরুন ভূইয়ার প্রথম পুত্র। আর অন্তরা রানী শীল বরিশাল বিএম কলেজের অনার্সের (ব্যবস্থাপনা) শেষ পর্বের ছাত্রী। গত ১৮এপ্রিল থেকে টানা ৭দিন অনশন করে আসছে। অন্তরা জানায়, গত আট বছর ধরে প্রথমে পরিচয়,প্রেম ও বিবাহ। প্রশাসনের উদ্যোগে গলাচিপায় ডাক বাংলাতে বসে সমাধানের চেষ্টা চালায়। অনুপম ভূইয়া সমাজের কাছে সময় চেয়ে পরিবার নিয়ে ঘরে তালা দিয়ে পিছন দিয়ে গলাচিপা ছেড়ে চলে গেছে। পরে গলাচিপায় তিনটি সংগঠন তাদের পিতা ও পুত্রের এ অনৈতিক কর্মকান্ডের জন্য এ মানববন্ধন আয়োজন করে। অন্তরা বর্তমানে অনুপমের বাড়ীতে মানবেতর জীবন যাপন করছে। অনুপম ভূইয়া আগেই গা ঢাকা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.