আবুতালেব মোতাহার, গলাচিপা (পটুয়াখালী)
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান মাস্টার, বাংলাদেশ জামায়াত ইসলামীর গলাচিপা উপজেলা সভাপতি মোহাম্মদ জাকির মিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। গলাচিপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, মাদক নির্মূল ও ইভটিজিং প্রতিরোধ। বাল্যবিবাহ বন্ধ, জুয়া ও সামাজিক অপরাধ দমন।
নদী ভাঙন পরিস্থিতি মোকাবিলা। বাজার মনিটরিং ও পরিবেশ সুরক্ষা। সামাজিক সম্প্রীতি বজায় রাখা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জোর দিয়ে বলেন, "জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের পাশে সবসময় প্রশাসন রয়েছে। অংশগ্রহণকারীরা গলাচিপাকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এটি গলাচিপাবাসীর জন্য একটি সুরক্ষিত ও প্রগতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করার সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। `
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.