মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার (২৭-০৩-২০২৫) ইং কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থা এবং নারী ঐক্য পরিষদের যৌথ আয়োজনে দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় তিনশত অসহায় গরীব, দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে এবং নাজমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ঐক্য পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ। এ সময় সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন নারী ঐক্য পরিষদের কোষাধক্ষ সাজেদা পারভীন রুনু, কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার সোমা, কার্যকরী সদস্য হাবিবা সুলতানা পলাশ, নার্গিস বানু, কর্মজীবী নারী সংস্থার গাইবান্ধা জেলা সভাপতি মমতা বেগম, নারী পক্ষের তরুণ দলের সদস্য নিশাত তানজিমুল, কামরুন নাহার সোমা, দা ডেইলি আর্থ পত্রিকার জেলা প্রতিনিধি সাকির হায়দার, ও দৈনিক কালের চিঠি পত্রিকার বার্তা সম্পাদক শামসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও দশের কল্যাণে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের এরকম কার্যক্রম চলমান থাকবে। আমরা সবসময়ই বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি।পিতামাতাহীন গরীব অসহায় দুঃস্থ মানুষের জন্য কিছু করতে পারলে আমাদের ভালো লাগে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.