মোঃ আল আমিন, গাইবান্ধা
গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কদমতলা মোড়ে সাধারণ শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন—গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস দুখু, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুম্মান ফেরদাউসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গাইবান্ধার শিক্ষার্থীরা উচ্চতর কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই দ্রুত প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউটটি খোলাহাটি ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় নির্মাণ করতে হবে। তারা আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে যাতে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি এখানে নির্মিত না হয়। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
বক্তারা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সময়মতো উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.