মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে এ দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে আজ (বুধবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষকেরা অংশ নেন। এ কর্মসূচিতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখপূর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, অবশ্যই সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।
বক্তারা কিন্ডারগার্টেনসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী সরকারের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, সহসভাপতি জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন খান শাহীন, আব্দুস সালাম মিয়া, আজিজুর রহমান বুলু, লিয়াকত আলী, অনিমেষ কুমার রায় প্রমুখ।
শেষে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.