মোঃ রফিকুল ইসলাম রাফিক,
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ নভেম্বর সন্ধ্যা সাত টার দিকে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ৩ জন লোক গাইবান্ধা সদর থানাধীন দক্ষিণ ধানঘড়া এলাকায় ফেন্সিডিল বিক্রয় করতেছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল উল্লেখিত স্থানে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালায়। অভিযান চালানোর সময় ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব-১৩র গ্রেফতারকৃতরা হলো ১/গাইবান্ধা সদর থানাধীন বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের মনছুর আলী ছেলে রঞ্জু মিয়া ২/লালমনিহাট জেলার হাতীবান্ধা থানার পূর্ব বিছনদই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম ও মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথাস্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীদের গাইবান্ধা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.