মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা। এরই মধ্যে দর্শনার্থীদের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছে মেলায় ভিড় থাকলেও বেচাকেনাও ভালো হয়। কেউ আসছেন কিনতে আবার অধিকাংশরাই মেলায় ঘুরে দেখছে।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে। মেলায় আসা নারীরা তাদের বাসার রান্নাঘরের খুটিনাটিসহ পছন্দের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন আর কেউবা দেখছেন। ক্রোকারিজের দোকান, কসমেটিক্স, কাপড়ের দোকান, স্যান্ডেল, ফুলের দোকান, পাপড়, আচারের দোকানসহ বিভিন্ন দোকান বসেছে।
সেই সঙ্গে শিশুদের ভিড় করতে দেখা গেছে স্লিপার, ট্রেন, নাগড় দোলনাসহ খেলনার দোকানগুলোতে। এতে করে বিনোদনকেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এই মেলা। এখানে আসতে শুরু করছেন অভিভাবকদের সঙ্গে শিশু ও তরুণ-তরুনীরা। দেখেশুনে প্রয়োজনীয় পণ্য দেখছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নেও।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.