আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় মাদক মামলায় ট্রাক চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও দুই আসামীকে খালাস দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এবিষয়টি নিম্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস।
দণ্ডপ্রাপ্ত আসামী হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) এবং মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে এ মামলার রায়ে খালাসপ্রাপ্ত আসামীরা হলেন- শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না। তবে তাদের পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশ নেন জিএম মুরাদ।
এ মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ১৬ জুলাই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা- রংপুর মহাসড়কে চেকপোস্ট বসায় র্যাব। এসময় একটি ট্রাকের কেবিনের ভেতর তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে র্যাবের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়।
রায় প্রদানের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.