মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে ইতোমধ্যে প্রশাসনে দক্ষতার পরিচয় দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ৮ নভেম্বর মধ্যরাতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও যোগদানের আগে তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।
এদিকে, গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.