মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে 'জেলা স্টেডিয়াম, গাইবান্ধা'। আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে গত ২৩ মার্চ এক পরিপত্রে নতুন নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে স্টেডিয়ামটির গ্যালারি ও প্যাভিলিয়ন নির্মাণ করা হয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০০৯ সালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার শাহ্ আব্দুল হামিদ-এর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.