আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার
গাইবান্ধা প্রেসক্লাবের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদসহ জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই কর্মকর্তা বেলাল আহম্মেদ ও শিশির চন্দ্রকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ(৪ অক্টোবর)শনিবার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে কাচারী বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীগন। মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, যুগ্ন সাধারন সম্পাদক মিলন খন্দকার, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক রেজাওনুর রহমানসহ অনেকে।
বক্তারা ৩ সাংবাদিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই দুর্ণীতিবাজ কর্মকর্তাকে অতিদ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারী দেন তারা।
এর আগে গত ৩০ শে সেপ্টেম্বর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ বাদী হয়ে মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার, আমাদের সময় পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকারের নামে মিথ্যা ফৌজদারি মামলা গাইবান্ধা সদর থানায় দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.