মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
তীব্র দাবদাহের গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন গাইবান্ধার ধর্ম প্রাণ মুসলিমরা।আজ বৃহস্পবার দুপুরে যোহরের নামায শেষে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে এই নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল।। নামাজে সহাস্রাধিক মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য মহান আল্লাহর দরবারে হাততুলে কেঁদে কেঁদে দোয় করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.