মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি।
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।
গাইবান্ধা জেলা কারাগারের ডেপুটি জেলার গোলাম সাকলাইন জানান, গত ২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় আবু বক্কর সিদ্দিক মুন্নাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
নিহতের ছেলে সৌমিক অভিযোগ করে বলেন, “এক মাস আগে পুলিশ তাঁকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পেলেও জেলগেটে আরেকটি মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার করে।”
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.