মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি
টানা কয়েক ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রায় সব এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।
শহরের সরকারপাড়া, গোডাউন রোড, মুহুরীপাড়া, ৪ নম্বর খাদ্য গোডাউন এলাকা, সার্কুলার রোড, মুন্সিপাড়া, কলেজপাড়া, কাচারী বাজার, পশ্চিমপাড়া, গোরস্থান সড়ক, পূর্বপাড়া ও ডেভিড কোম্পানি পাড়াসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে ডুবে যায়। বিশেষ করে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে যেতে পারেনি।
এ সময় অফিস-আদালতে যাতায়াতেও ভোগান্তি দেখা দেয়। অনেকে রিকশা, ভ্যান বা অটোরিকশা না পেয়ে দীর্ঘক্ষণ আটকে থাকেন। কেবল কিছু মোটরসাইকেল ও রিকশা কষ্ট করে চলাচল করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার পাশে উচ্চ স্থাপনার কারণে সামান্য বর্ষণেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। জাহাঙ্গীর নামে এক বাসিন্দা বলেন, “প্রতিবারই ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বৃষ্টির পানি জমে যায়। সামান্য বৃষ্টি হলেই শুরু হয় দুর্ভোগ।”
উল্লেখ্য, গতকালের বর্ষণ ছিল চলতি বছরের সবচেয়ে ভারী বর্ষণ, যা গাইবান্ধা শহরবাসীর দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে দেয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.