মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রেজাউল করিম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার সরওয়ার হোসেন, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মন্ডল, সহযোগী অধ্যাপক শহিদুর রহমান, আনোয়ার হোসেন, আনিসা আকতার বেগম চৌধুরী, সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে ক্রীড়ায় ২৪টি ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.