মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে কলেজজের শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না। এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে এক হওয়ার দাবি জানান।
পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল ও সদস্য সচিব শাহিন আলম জনির নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.