চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ১০ অক্টোবর বেলিনজোনায় সুইস ফেডারেল কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ক্যাসিসের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি এবং বন্দি-বিনিময় চুক্তি সম্পর্কে চীনের মতামত ব্যক্ত করেছেন।
ওয়াং ই বলেছেন যে, চীন শান্তি পুনরুদ্ধার এবং জীবন বাঁচানোর সকল প্রচেষ্টাকে স্বাগত জানায়। গাজার মানবিক বিপর্যয় একবিংশ শতাব্দীর একটি কলঙ্ক। মানবতার বিবেককে জাগ্রত করতে হবে। এ বিষয়ে চীনের তিনটি আহ্বান আছে।
প্রথমত, মানবিক সংকট কার্যকরভাবে উপশম করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে একটি প্রকৃত, ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য যৌথ প্রচেষ্টা চালানো উচিত।
দ্বিতীয়ত, ‘ফিলিস্তিন শাসনকারী ফিলিস্তিনিরা’ বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য বজায় রাখা উচিত। গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো ব্যবস্থায় ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে সম্মান করতে হবে।
তৃতীয়ত, ‘দুই রাষ্ট্র তত্ত্বের’ বিস্তৃত দিকটি অটলভাবে মেনে চলা উচিত। শুধুমাত্র একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার বৈধ জাতীয় অধিকার আদায়ের মাধ্যমেই ঐতিহাসিক অবিচার ও সহিংসতার মূল কারণগুলো দূর করা সম্ভব এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে স্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান অর্জন করা সম্ভব। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও প্রশান্তির জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে সুইজারল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ চালিয়ে যেতে চীন ইচ্ছুক বলেও ওয়াং ই উল্লেখ করেন।
সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.