স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের আলোচিত ভুমি দস্যু বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিভিন্ন অভিযোগর ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানাগেছে, বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও তার সহযোগীদের অত্যাচার অনাচারে অতিষ্ঠ গ্রামবাসি।
সরকারী লিজ জমিন দখল, মাদক ব্যাবসা, ফসলি জমি দখল করে বাধ সৃষ্টি করে মাছচাষ সহ সাধারন মানুষকে জিম্মি করে মারদর করা সহ নানা অপকর্মে জড়িত রয়েছে কুখ্যাত ভুমিদস্য হাবিব ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনী।
বাড়িয়া ইউনিয়ন এর সরকারী সাড়ে ১৭ বিঘা জমি লিজকৃতদের বাদ দিয়ে নিজের নামে জাল দলিল করে বাহুবলে দখলে নেয়ার চেষ্টা করছে। এছাড়া লিজকৃত জমির ৫০ লাখ টাকার মূল্যবান গাছ কেটে নিজের পকেট ভারী করছে বলে অভিযোগ রয়েছে।
সহযোগী দের সহয়তায় করে যাচ্ছে মাদক ব্যাবসা, নিজস্ব অপরাধ সেল তৈরি করে অসহায় সংখ্যালঘু মানুষদের উপর করে যাচ্ছে নির্যাতন।
এরমধ্যে বাড়িয়া ইউনিয়ন পরিষদের শহুরী বেগম, আহমদ আলী বেপারী, আবেদ আলী কাজী, নুর মোহাম্মদ খান, কামাল খান, রাসেল খান জয়নব বেগম, আবুল কালাম হোসেন, বাড়িয়া ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তি যোদ্ধা সন্তান হাবিবুর রহমান শেখ অভিযোগ করে বলেন, আমরা অত্যাচারী ভুমিদস্যু হাবিবুরের অত্যাচারে অতিষ্ঠ। প্রশাসনের সকল জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করা হয়েছে। ভুক্তভোগীর তার অত্যাচার অনাচারের হাত থেকে মুক্তির জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
https://youtu.be/HT_lLecg3tA
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.