গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটগুদামে আগুন। শনিবার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে এই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটগুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.