গাজীপুর জেলা প্রতিনিধি
ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলার আয়োজনে সোমবার (২৪ মার্চ) গাজীপুর রাজবাড়ী রোডস্থ প্রকৌশলী ভবনের হলরুমে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা, মাজহারুল আলম।
গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক ডা. মুহাম্মদ আলী আকবর পলানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ড্যাবের কেন্দ্রীয় সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় সাবেক কোষাধাক্ষ ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জোবায়দা সুলতানা, ড্যাবের কেন্দ্রীয় সাবেক সিনিয়র যুগ্ন মহাসচিব ডা. মেহেদী হাসান।
আরো বক্তব্য রাখেন ডা. কামরুল ইসলাম, গাজীপুর জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ডক্টর শহীদুজ্জামান। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ডা. আবুল কালাম ও ডা. এ বি এম মুসার স্মরণে দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.