গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নগরের নাওজোর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবং সন্ধ্যায় টেকনগপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার জাকির হোসেন (২৪) ও একই জেলার গৌরীপুর থানার অচিন্তপুর এলাকার আবু তায়েব মুন (২৩)। বাকিদের পরিচয় জানা যায়নি। তাদের একজনের বয়স আনুমানিক ৩২ বছর এবং আরেকজনের ৩৫ বছর বলে পুলিশের ধারণা।
গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, নাওজোর এলাকায় ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই যুবক ঘটনাস্থলেই মারা যায়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.