মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলায়র গুইমারা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৬ জুন) সকালে মোঃ আলমগীর (৫০) নামের একজনকে আটক করা হয়।
জানা গেছে, গুইমারা ইউপির ০৬নং ওয়ার্ডস্থ গুইমারা বাজারে মসজিদ সংলগ্ন হাসানের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি ফল বোঝাই পিকআপ গাড়ীকে সিগন্যাল দিলে উক্ত পিআপটি একটু সামনে গিয়ে দাড়ায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ গাড়ীর ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক ড্রাইভারের পাশে বসা মোঃ আলমগীর(৫০) কে আটক করে।
সে লক্ষীপুরে জেলার কমলনগর থানার মুন্সির হাট গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে।
আলমগীরকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় উক্ত গাড়ীতে কাঠালের নিচে বস্তা ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ আছে।
পুলিশ গাড়ী তল্লাশী করিয়া কাঁঠালের নিছে লুকায়িত অবস্থায় সর্বমোট ০৮টি চটের বস্তার ভিতরে ০৯টি জারকিন ও ৪৫ টি প্লাস্টিকের বোতল ভর্তি সর্বমোট ১৯৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেন।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.