মো. সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গুণীজন সম্মাননা পেয়েছেন হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শ্রী কালিপদ মজুমদার। শুক্রবার সকালে ঢাকার মহানগর নাট্য মঞ্চে ওই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ১০ জন বীর মুক্তিযোদ্ধা ও ৫ জন গুণীজনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করে জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি।
জাগো হিন্দু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি শ্রী সুজন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত পাল, হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য শ্রী কালিপদ মজুমদার। অনুষ্ঠানে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.