শেখ মোমতাজুল করিম শিপলু
পিতা ভক্ত সন্তান একজন
মায়ের প্রতি ভক্তি অতি,
পিতামাতার চেয়েও অধিক
আদব দেখাও গুরুর প্রতি।
জন্মদাতার আশির্বাদে তুমি
ধরনী দেখ রঙিন,
গুরুর কৃপায় জীবন তোমার
রাঙায় আলয় অমলিন।
মাতা পিতার স্নেহের পরশ
শুধুই তোমার জন্য,
গুরুর কৃপা পেলে তুমি
জীবন তোমার ধন্য।
মা বাবাকে ভালবেসো সদা
তাতে স্রষ্টা খুশী হন,
গুরুর প্রতি আদব ভক্তি
সুন্দর হয় জীবন।
মাতা পিতার মতোই রেখো
শিক্ষা গুরুর মান।
স্মরণে বরণে মননে আঁকো
গুরুর যত অবদান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.