মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
রাজশাহীর গোদাগাড়ীতে প্রাক্তন সেনা সদস্যদের মিলনমেলা ২০২৪ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার সময় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠান অনুঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির আয়োজনে অবসর প্রাপ্ত সার্জেন্ট মোঃ মোজাফ্ফর আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরিফ উদ্দিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যেকোন ক্ষেত্রেই আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়ায়। দেশের অবকাঠামোগত উন্নয়নে আমাদের সশস্ত্র বাহিনীও মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন।
আমরা এখানে যারা আছি সবাই আজ চাকরি থেকে অবসরে কিন্তু আমরাতো ট্রেনিং জমা দেইনি আমাদের সকলে মিলে দেশের জন্য দেশের জনগণের জন্য কিছু করার শত সাহস তো আছে।
তিনি আরও বলেন, কাজেই এভাবেই আমরা সকলে এক হয়ে আমাদের দেশকে, সমাজকে গড়ে তুলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের লক্ষ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত যেসব সেনা সদস্যরা আজকে এই মিলনমেলায় যোগ দিয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আসাদুল হক বিশ্বাস সভাপতি গোদাগাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি।
তার বক্তব্যে তিনি বলেন গোদাগাড়ীতে অবসরপ্রাপ্ত আমারা যারা এই মিলনমেলায় উপস্থিত হয়েছি আজকে আমারা একজন অভিভাবক পেয়েছি যিনি আমাদের গর্ব আমাদের গোদাগাড়ীর গর্ব। তিনি একজন রত্ন পরিবারের সন্তান যে পরিবার থেকে গোদাগাড়ী বাসী অনেক কিছু পেয়েছে এবং ভবিষ্যতেও গোদাগাড়ীবাসী অনেক কিছু পাবে এটা আমরা বিশ্বাস করি।
তিনি আরো বলেন, মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন এর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অরেন্ট অফিসার (অবঃ) আবু হানিফ, সিনিয়র অরেন্ট অফিসার (অবঃ)আলহাজ্ব মুজিবুর রহমান, সিনিয়র অরেন্ট অফিসার (অবঃ) সাদিকুল ইসলাম, সার্জেন্ট (অব) আলহাজ্ব হাবিবুর রহমান।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন অরেন্ট অফিসার (অব) মাইনুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.