আব্দুর রাজ্জাক সরকার, স্টাফরিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে নূরজাহান কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি (ছয়আনি বাজার) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে মোছা. আর্জিনা (৪০) এবং একই এলাকার জোবাইদুল মুন্সির স্ত্রী মোছা. রোকেয়া বেগম (৪২)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সঙ্গী ফোর্সসহ গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় মহিমাগঞ্জে সড়কে নূরজাহান কমপ্লেক্সের সামনে তল্লাশি চালিয়ে দুই নারী মাদক কারবারির কাছে বিশেষ কায়দায় ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.