মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল সহ দুই শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছেন র্যাব-১৩ গাইবান্ধা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) পক্ষে স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে ২১ এপ্রিল রাত্রি ১টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মাস্তাপাড়ায় রংপুর টু ঢাকা মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে লালমনিরহাট থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বরিশাল মুলাদী পূর্ব হোসনাবাদ গাছুয়া ইউনিয়নের মৃত আনোয়ার হোসেন ছেলে মোঃ আলমাছ হোসেন (৩৪) ও লালমনিরহাট আদিতমারী মহিষ খোঁচা সরকার পাড়ার মৃত নবিয়ার রহমান প্রামানিকের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক নয়ন (২৮) কে কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় বস্তার ভিতরে রাখা ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.