মোঃ রফিকুল ইসলাম রাফিক, গাইবান্ধা
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৩ জানায়,
পিকআপ যোগে গো-খাদ্য বস্তার ভেতরে বিশেষ কৌশলে পাচারকালে ৫৩৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন।
শনিবার বিকেলে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গোবিন্দগঞ্জ পৌরসভাস্থ থানা খলসী এলাকায় অভিযান চালিয়ে একটি মাহিন্দ্র পিকআপ থেকে মোঃ শাকিল ইসলাম (২০), পিতা-আঃ সামাদ, গ্রাম-কুসুম্বী, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে ৫৩৯ (পাঁচশত উনচল্লিশ) বোতল ফেন্সিডিল এবং একটি মাহিন্দ্র পিকআপ গাড়ী জব্দ সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। উল্লেখ্য যে, তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.