গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
"গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ" এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র এলাকায় উচ্চমূল্য অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষবাদ জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় অপ্রচলিত ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) দুপুর ১২ টার দিকে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডি) গোমস্তাপুরের আয়োজনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস প্রাঙ্গনে এই চারা বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী গোমস্তাপুর জোন মোঃ নাইমুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে
উচ্চমূল্য অপ্রচলিত ফলজ ও ঔষধি
চারা বিতরণ করা হয়। এবং এর আওতায় মোট ৪০৩৫ টি বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.