গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বোয়ালিয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বোলিয়া ইউনিয়নের আলমপুর চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেড কারখানার পার্শে আমবাগানে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ তিনজনকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, রহনপুর পৌর এলাকার নুনগোলা গ্রামের মাহিদুল ইসলামের ছেলে মোরসালিন মুসা (১৬), একই গ্রামের আনিসুজ্জামান পিন্টুর ছেলে সাগর আহম্মেদ (১৯) ও স্টেশন কেডিসি পাড়ার জামিরুল ইসলামের ছেলে জনি (২০)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলের দিকে রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া পুরাতন ফায়ার সার্ভিসের পাশে রবিউল ইসলামের বাসার সামনে থেকে তার নিজের একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল চুরি হয়ে যায়। সে গতকাল শুক্রবার গোমস্তাপুর থানায় এসে একটি অভিযোগ দিলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গোমস্তাপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। শেষে বোয়ালিয়া ইউনিয়নের আলমপুরের একটি আম বাগানে অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার ১৭ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তিন জনকে আটক করে। তিনি আরো বলেন আটককৃতরা এলাকার বখাটে ও চোর চক্রের সদস্যা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.