গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গোমস্তাপুরের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান। এতে আরো উপস্থিত ছিলেন,
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাউসার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭২ পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.