চাপাইনবয়াবগঞ্জ সংবাদদাতা: চাপাইনবয়াবগঞ্জের গোমস্তাপুরে পত্রিকার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে শেয়ার করায় সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
জানা গেছে, বুধবার দৈনিক মুক্তির লড়াই পত্রিকার অনলাইনে নয়াদিয়াড়ী সুইজ গেটে অবৈধভাবে বালি চুরি করে বিক্রির বিষয়ে একটি সংবাদ প্রচার করা হয়। সেই সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পেইজে লাইক ও শেয়ার করেন স্থানীয় সাংবাদিক মোঃ সোহেল আমান। এর জের ধরে ওই দিন রাত সাড়ে দশটা থেকে দফায় দফায় তার গ্রামের বাড়ি জেলার গোমস্তাপুর থানার নয়াদিয়াড়ী গ্রামে সিরোটোলায় রিজিয়া হামলা ও ভাংচুর করেন সুমন, হামিদুল, কালু সালাউদ্দিন, সামীম, মাহী সহ আরো অনেকে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পর আবার ভাংচুর করেন বলে জানা গেছে।
এ ঘটনায় ওই সাংবাদিক এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.