গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকেল ২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মোঃ দুরুল হোদার ছেলে মোঃ খুবাইব আলী (৪) বাসার পার্শ্ববতী পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২টার দিকে খুবাইব বাসার সবার আগোচরে বাসা থেকে বেড়িয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দুপুর ২টার দিকে পার্শ্ববতী পুকুরে স্থানীয় এক মহিলা গোসল করতে নামলে তার পায়ে মৃত্যু ব্যক্তির ধাক্কা লাগে। পরে তার মৃত্যুদহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.