গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মো. বাবুল আক্তার (৩৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করছে।
শনিবার (২০ মে ) বিকেল সারে ৩টার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত বাবুল আক্তার একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তি দুপুরের দিকে নিজ বাসায় বিষ পান করে। পরে তার পরিবার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল রওনা দেওয়ার পরপরই তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি নিয়মিত মদ পান করতো সে কারণে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়। সে কারণেই সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য আনা হয়েছে। তবে এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.