গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৬ নং বোয়ালিয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম (শ্যামল) এর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোহাঃ মুনসুর রহমান। উক্ত বাজেট অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,
১ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হাই (বাবলু), ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ গোলাম কিবরিয়া, বোয়ালিয়া শেখ রাসেল সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক বেনজির আহমেদ ও সেলিম রেজা প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা আয় এবং ২ কোটি ২৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকার ব্যয় দেখিয়ে ৬ নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাঃ মুনসুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.