গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলীর (৮০) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বেলা সারে ১১টায় উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর স. প্রা. মাঠে তাঁর নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে সন্তোষপুর হাউসনগর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সাবেক ডেপুটি কমান্ডার তাইজুল ইসলাম (সোনার্দী), আলীনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক ।এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাজশাহী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ১ম স্ত্রীসহ, ২ ছেলে, ১ মেয়ে এবং ২য় স্ত্রীসহ, ১ ছেলে, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.