গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
"বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে" চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। উদ্বোধন ও সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা আরো উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) জান্নাতুন ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অলিম্পিয়াড উদ্ভাবনী অনুষ্ঠানে। রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ, রহনপুর মহিলা কলেজ সহ মোট ১৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এবং প্রত্যেক স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)নিশাত আনজুম আনন্যা সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন প্রিন্ট ওইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.