গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রেলস্টেশন সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৬৫)। তিনি রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া মহল্লার বাসিন্দা খোশ মোহাম্মদের স্ত্রী।
রহনপুর রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ট্রেনে আঘাতপ্রাপ্ত ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।
নিহত বৃদ্ধার মেয়ে সখিনা বেগম বলেন, তিনি সকালের খাবার খেয়ে বাড়িতে কাজ করছিলেন। তাঁর মা কোনো একসময় বাড়ি থেকে বেড়িয়ে যান। বেলা ১১টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী ট্রেন রহনপুর রেলস্টেশনে যাচ্ছিল। হঠাৎ চলার পথে ওই ট্রেনটি তাঁর মাকে ধাক্কা দিলে রেললাইনে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁর মাকে আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। মা কানে কম শুনতেন। তাঁর মরদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহেরা খাতুন বলেন, পরিবারের লোকজন ছাড়াই অটোভ্যানে করে ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কিছু মানুষ। চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। তাঁর মাথায় বড় ধরনের ইনজুরি ছিল বলে ওই চিকিৎসক জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.