১৫ই অক্টোবর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী ভবনে দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে গোয়াদর নতুন আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেন।
লি ছিয়াং বলেন, বিমানবন্দরটি হলো গোয়াদর আঞ্চলিক আন্তঃযোগাযোগ সংযোগস্থলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং চীন-পাক অর্থনৈতিক করিডোর আরো গভীর হবার গুরুত্বপূর্ণ প্রতীক। চীন পাকিস্তানের সঙ্গে যৌথ আলোচনা, নির্মাণ ও সমন্বিত অর্জন, উন্মুক্ত, সবুজ, সরল ও উচ্চ মানের কল্যাণ ও টেকসই উন্নয়নে অবিচল রয়েছে।
চীন-পাক অর্থনৈতিক করিডোরকে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের দৃষ্টান্তমূলক প্রকল্প বানাতে চায় চীন।
তিনি আরো বলেন, নতুন বিমানবন্দর চীন-পাক বৈশিষ্ট্যময় মৈত্রীর প্রাণবন্ত প্রতিফলন। ভবিষ্যতে চীন পাকিস্তানের সঙ্গে নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা দ্রুততর করে, আরো ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করতে চায়।
শাহবাজ বলেন, প্রকল্প সম্পন্ন হলে তা গোয়াদর বন্দরের সংযোগস্থল মুক্তি দিয়ে দেশটির জন্য অভূতপূর্ব উন্নয়নের সুযোগ ডেকে আনবে। পাকিস্তান চীনের সঙ্গে চীন-পাক অর্থনৈতিক করিডোর উন্নয়নে সহযোগিতা জোরদার করবে এবং পাক-চীন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় আরো বেশি সাফল্য অর্জন করতে ইচ্ছুক।
সূত্র: প্রেমা-তৌহিদ-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.