সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তারুণ্যের কলম যোদ্ধা দৈনিক শ্যামল সিলেট ও যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ গুরুত্বর অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে আইসিওতে টানা ১ মাস ধরে চিকিৎসাদিন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্রে জানায়, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন, তাছাড়া কয়েক দিন ধরে মাথার ব্রেইনে সমস্যা দেখা দেয়, এতে গত (১ লা আগষ্ট) রাতে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিক ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিওতে ভর্তি করার পরামর্শ প্রদান করেন।
পরে তাকে পারিবারিক সিদ্ধাতে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত শারীরিক কোন উন্নতি হয়নি বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তার জন্য সকল সাংবাদিক ও সহকর্মী, শুভাকাঙ্খীদের নিকট দোয়া চেয়েছেন। তাছাড়া সুস্থ জীবনে চলাফেরার ক্ষেত্রে কারও মনে কোন কষ্ট প্রদান করিলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আকুল আবেদন জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.