প্রেস বিজ্ঞপ্তি
দুধরা ও বাঘরা সর্বোচ্চ বই বিক্রয় মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১১টায় অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ মোড়ক উন্মোচন মঞ্চে অমর প্রকাশনী থেকে প্রকাশিত ডা. এস এম ইমরান আলীর সর্বোচ্চ বিক্রয় গ্রন্থ দুধরা ও বাঘরা উপরে এক মোড়ন উন্মোচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক বিশিষ্ট লেখক ড. শাহেদ মমতাজ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সুর্নিমল মন্ডল, মোঃ খোরশেদ আলম, মোঃ কামরুল হাসান, দেওয়ান মাসুদা, শাহাদাৎ হোসেন বাবুল, সাংবাদিক আজিজুল হক মিন্টু, বিশিষ্ট উপস্থাপক টিমুনি খান রেনু, অমর প্রকাশনীর কর্নধার অমর হাওলাদার বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সাহেদ মমতাজ বলেন, ডা. এস এম ইমরান আলীর শিশুতোষ ৪টি গ্রন্থ এবারের মেলায় প্রকাশ হয় দুধরা ও বাঘরা, রঙ নিয়ে খেলি, চাঁদের দেশে খোকা, অচিনপুরের পাখি, প্রতিটি গ্রন্থ বিক্রয়ে পাঠক প্রিয়তা পায়। পাঠকদের কাছে জননন্দিত হয় এই বই ৪টি। এবারের মেলায় অমর প্রকাশনী থেকে সর্বোচ্চ বিক্রয় হয়েছে দুধরা ও বাঘরা। ছড়ার বইয়ের লেখক ডা. এস এম ইমরা আলীকে অমর প্রকাশনী থেকে মোড়ক মঞ্চের অতিথিরা পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.