স্টাফ রিপোর্টার
কুমিল্লায় গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বরুড়া, চান্দিনা, মুরাদনগর, তিতাস, লাঙ্গলকোট, আদর্শ সদর, ও হোমনা সহ ১৭টি উপজেলা থেকে যুব সংগঠন, যুব আত্মকর্মী, নারী উদ্যোক্তা সহ যুব ও যুব মহিলাদের অংশ গ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, বিশেষ অতিথি ছিলেন
কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শামসুজ্জামান, কুমিল্লা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি ও জেলা সিনিয়র অফিসার মোঃ নুরুল হক, জেন্ডার
স্পেশালিস্ট, ইউএনডিপি প্রতিনিধি শামীমা আকতার শাম্মি।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ আয়োজিত এই কর্মশালায় কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩১ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। ‘গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন’ বিষয়ক যুব কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় বিভিন্ন যুবদল যারা যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার সাথে জড়িত তাদের গ্রাম আদালত ও এর এখতিয়ারভুক্ত বিচরিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা। যেন তারা নিজ পরিবার, এলাকায় ও শিক্ষাকেন্দ্রে গ্রাম আদালেতের কথা প্রচার করতে পারে।
গ্রাম আদালতে নারীর সুবিচার প্রাপ্তিতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘স্থানীয় জনগণ বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী (নৃ-গোষ্ঠী, প্রতবিন্ধী ব্যক্তি ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মধ্যে গ্রাম আদালত ও এর বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থানীয় যুবদের সক্রিয় অংশগ্রহণ ও তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখা সম্ভব হয়। এতে করে অতি সহজেই বিভিন্ন বিরোধ ও বিবাদ ইউনিয়ন পর্যায়ে নিষ্পতি করতে পারবে গ্রামের মানুষজন। বলেন কর্মশালায় অংশগ্রহণকারী বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.