ঘরে ঘরে ঈদ সামগ্রী নিয়ে ছুটে চলছে
পোম্বাইশ ফ্রেন্ডর সোসাইটির সদস্যরা।
প্রতিবছরের মতো এবারও গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের জন্য সেমাই, চিনি, দুধ, কিসিম, বাদাম, তেল, নুডলস সহ ঈদ সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন।
পোম্বাইশ খামার বাড়িস্থ পোম্বাইশ ফ্রেন্ড সোসাইটির কার্যালয়ে সংগঠনের সভাপতি নওফেল আমাদের সভাপতিত্বে শুক্রবার সকলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ জামাল হোসেন, মোঃ মোক্তার হোসেন, মহসিন, আরিফুর রহমান, রাসেল হোসেন, সদস্য সবুজ, বিল্লাল, নাহিদ, নাঈম, সিয়াম, আলমগীর, ফয়সাল, পান্ত প্রমুখ
পরে সদস্যরা বাড়ি গিয়ে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়ে আসেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.